Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

সাম্প্রতিক বছর সমূহের  প্রধান অর্জন:

            তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইসিটি অবকাঠামো উন্নয়ন, ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠায় সহায়তা, আইসিটি শিল্পের উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তররের রংপুর জেলা ও উপজেলা কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাগণ জেলা এবং উপজেলার সকল সরকারি দপ্তরসহ সর্বস্তরের জনগণকে বিভিন্ন ধরণের তথ্য ও প্রযু্ক্তি নির্ভর সেবা, পরামর্শ ও কারিগরি সহয়তা প্রদান করছে। তথ্য প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে  জাতীয় ইন্টারনেট সপ্তাহ, জাতীয় উন্নয়ন মেলা, প্রোগ্রামিং কনটেস্ট, ইনোভেশন শোকেসিং, শিক্ষার গুণগত মানোন্নয়নে আইসিটিডি ডিজিটাল ল্যাব এর ভূমিকা ও করণীয় বিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় জেলায় ১টি ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ ১১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘আইসিটিডি ডিজিটাল ল্যাব’, ০২টি প্রাথমিক বিদ্যালয়ে ‘আইসিটিডি ডিজিটাল ক্লাসরুম’ এবং ২০২১-২২ অর্থবছরে ৯৯টি আইসিটিডি ডিজিটাল ল্যাব, ৬টি আইসিটিডি স্কুল অব ফিউচার স্থাপন করা হয়েছে। জেলার ৫০০ জন নারীকে Freelancer to Entrepreneur, IT Service Provider এবং Women Call Centre Agent এ তিনটি ক্যাটাগরিতে প্রশিক্ষণ ও ইন্টার্ণশীপ প্রদান করা হয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘আইসিটি ডিজিটাল ল্যাব’ এর ২৭০ জন শিক্ষককে Basic ICT in Education Literacy, Troubleshooting and Maintenance প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তা- কর্মচারীদের প্রায় ১০৭০ জনকে ই-নথি, ৩৭৫ জনকে ডি-নথি এবং ৬৯৭ জনকে জাতীয় তথ্য বাতায়ন প্রশিক্ষণ এবং ২০ জনকে আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সারাদেশে আইসিটিডি ডিজিটাল ল্যাব ব্যবহারের মাধ্যমে ২৪০ জন ছাত্র-ছাত্রীদের আইসিটি এবং প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তররের উদ্ভাবিত CAMS সফটওয়্যারের মাধ্যমে রংপুর জেলায় ৯৮১৩২ জন উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সুরক্ষা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান এবং তথ্য সংশোধন কার্যক্রম চলমান রয়েছে।